![]() |
পিকে রিপোর্ট
এবার গ্রাহকদের তথ্য-উপাত্তের নিরাপত্তার স্বার্থে আরও একবার বড় সিদ্ধান্ত নিলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরোনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা। এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও, পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। যার প্রেক্ষিতে আইওএস ১৫.১ অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণ ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এতে পুরনো বিভিন্ন মডেল থেকে বন্ধ হয়ে যাবে বার্তা আদান-প্রদান। আই ফোনের পুরনো মডেল ২০১৬ সাল থেকে আর তৈরি করে না অ্যাপেল কোম্পানি।
গ্রাহকদের তথ্য-উপাত্তের নিরাপত্তার স্বার্থে আরও একবার বড় সিদ্ধান্ত নিলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরোনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা। এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও, পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যেসব মডেলে হোয়াটসঅ্যাপ আর চলবে না-
আইফোন ৫এ
আইফোন ৬
আইফোন ৬ প্লাস
আইফোন ৬এস
আইফোন ৬এস প্লাস
আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)
স্যামসাং গ্যালাক্সি এস৪
স্যামসাং গ্যালাক্সি নোট ৩
সনি এক্সপেরিয়া জেড১
এলজি জি২
হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬
মোটো জি (প্রথম প্রজন্ম)
মটোরোলা Razr HD
মোটো ই (২০১৪)
ফোন বদলানোর আগে দেখে সফটওয়্যার আপডেট এর কোনো অপশন রয়েছে কি না।
Comments
Post a Comment