sayeed

তানভীর-সাজ্জাদের চাঁদা দাবির অডিও ভাইরাল


প্রাণের খুলনা রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহানগরের ছাত্র প্রতিনিধি পরিচয়ধারী জহুরুল ইসলাম তানভীর এবং সাজ্জাদুল ইসলাম আজাদের চাঁদা দাবির একটি অডিও রেকর্ড রোববার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে খুলনায় একটি মেলাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল। সেই চাদা দাবির ভিডিওটিই গতকাল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী মন্টুর কাছে চাঁদা দাবি করে ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি কল রেকর্ড রাতেই ফাঁস হয়।


জানা যায়, জহুরুল ইসলাম তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের অনার্সের শিক্ষার্থী এবং সাজ্জাদুল ইসলাম আজাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। তাঁরা যথাক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্য সচিব ও মুখ্য সংগঠক। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয় ও মহানগরের আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা কর্মসূচিতেও তাঁরা সক্রিয় অংশ নিয়েছেন।


ফাঁস হওয়া অডিও রেকর্ডে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজকের কাছে ১০ টাকা দাবি করতে শোনা যায়। নেটিজেনদের ধারণা, ১০ টাকা বলে তিনি ১০ লাখ টাকাই বুঝিয়েছেন।


কল রেকর্ডে আয়োজক মন্টুকে বলতে শোনা যায়, “আমার দ্বারা সবাইকে কি ঠান্ডা করা সম্ভব? আমার কাছে 'দুই টাকা' (দুই লাখ) রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাবো।” 


জবাবে আজাদ বলেন, “আমি পারবো সবাইকে ঠান্ডা করতে, এ টু জেড, সবাই ঠান্ডা থাকবে, কেউ ওইদিকে ঘুরেও তাকাবে না—যদি ১০ টাকা দেন (১০ লাখ)। আর যদি না দেন, তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে। আপনি কয়জনকে ঠান্ডা করবেন?”


এ সময় মন্টু বলেন, “আমার দ্বারা তো সবাইকে ঠান্ডা করা সম্ভব না।” 


জবাবে আজাদ বলেন, “আপনার পুলিশ কমিশনারও ঠান্ডা করতে পারবে না, বলে দিয়েন তারে।” 


পরে মন্টু বলেন, “আপনাদের ছোট ভাইয়েরা এসে তানভীর ভাইয়ের কথা বলছে।” 


জবাবে আজাদ বলেন, “মেলা ভাঙতে তো আমরা কাউকে পাঠাইনি তাহলে ওদেরই দিয়ে দেন।” 


মন্টু বলেন, “দুই টাকা দিবার চাচ্ছি, আজকেই আসতেছি ভাই। আর প্রতি গ্রুপে তো দিতে পারবো না ভাই। আপনারা বড় ভাই হয়ে যদি কন্ট্রোল করতে না পারেন!”


পিকে/এমএনএস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ