ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় নিয়ে গুরুত্বারোপ নিয়ে শুক্রবার (৪ জুলাই) দুপরে কুয়েতস্থ আব্বাসিয়া মোজাম্মার স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সির হলে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।
প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সংবাদকর্মীরা। এ ধারাবাহিকতায় এই আলোচনা সভায় উঠে আসে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ও ভুয়া তথ্য-প্রতারণা রোধে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সময় টিভির কুয়েত প্রতিনিধি বিশিষ্ট সংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।
সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোঃ হেবজু মিয়া।
সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মঈন সুমন বলেন, একজন সংবাদকর্মী হিসেবে আমি যেমন চেষ্টা করি প্রবাসীদের কল্যাণে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করতে, তেমনি সহকর্মীদেরও অনুপ্রেরণা দিয়ে পাশে রাখি।
পিকে/এমএনএস
Comments
Post a Comment