sayeed

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মাদক বিক্রেতা আহত



প্রাণের খুলনা রিপোর্ট

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মেহেদি হাসান রোহান (২১) নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিনগত রাত সোয়া ১ টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে। আহত ওই যুবক বর্তমানে খুূলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত যুবক মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা। সে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে অজ্ঞাতনামা ৩ জন যুবক কথা আছে বলে ডেকে নেয়। পরে তাকে লক্ষ্য করে ওই যুবকরা গুলি করতে থাকে। একটি গুলি তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনজন সন্ত্রাসী ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।


রোহান মুজাহিদ পাড়ার চিহ্নিত মাদক কারবারী, তার বিরুদ্ধে খুলনা এবং লবণচরা থানায় একাধিক অভিযোগ রয়েছে। রোহান সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সদস্য এবং এলাকার অপর মাদক কারবারী ফয়সালের সাথে তার র্দীঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে এলাকার ওই সূত্রটি আরও জানায়।


লবণচরা থানার অফসিার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, গোলাগুলির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

পিকে/এমএনএস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ