প্রাণের খুলনা ডেস্ক
নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) আগামী দুই বছরের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। অ্যাডঃ এস এম আব্দুল হককে সভাপতি, এম এম মাহবুবুর রশিদ লাবলু সাধারণ সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ এস এম ইকবাল হোসেন জানান, সোমবার রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর প্রতিটি পদে একটি করে বৈধ মনোনয়নপত্র থাকায় ২১টি পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, সভাপতি পদে অ্যাডঃ এস এম আব্দুল হক (দি নিউজ টুডে), সহ-সভাপতি পদে অ্যাডঃ আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস), সাধারণ সম্পাদক পদে এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি),কোষাধ্যক্ষ পদে মোস্তফা কামাল (আরটিভি), যুগ্ম সাধারন সম্পাদক পদে আল আমিন (যায় যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মোঃ ইমরান হোসেন (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক জহির ঠাকুর (এটিএন বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সী আসাদুর রহমান (ইনডিপেন্ডেট টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রাজু আহমেদ রাজীব (আইনবার্তা), দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী), নির্বাহী সদস্য অ্যাডঃ মোঃ তারিকুজ্জামান লিটু (বাংলা ভিশন) অ্যাডঃ আলমগীর সিদ্দিকী (সম্পাদক দৈনিক ওশান),মোঃ হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কন্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি), খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)।
পিকে/এমএনএস
Comments
Post a Comment