খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃতব্যক্তি নারায়ন চন্দ্র রায় (৬০) একটি আশ্রমের ধর্মগুরু।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল ২৭ আগস্ট সকাল সাড়ে ৭টায় বিশেষ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানাধীন জিয়ালতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত নারায়ন চন্দ্র রায় একটি আশ্রমের ধর্মগুরু এবং ভিকটিমের পরিবারের পূর্ব পরিচিত। সে এলাকায় বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করে থাকে। ভিকটিমের চাচী অসুস্থ্য থাকায় গত ১৬ জুলাই দিনগত রাতে নারায়ন চন্দ্র রায় ভিকটিমের অসুস্থ্য চাচীকে দেখতে যায়। এর প্রেক্ষিতে ভিকটিমের পরিবার ঘরোয়াভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হওয়ায় ভিকটিম উক্ত বসতঘরের মাঝের রুমের ফ্লোরে ঘুমিয়ে পড়ে। ১৭ জুলাই দিনগত রাত দেড়টায় অনুষ্ঠান শেষ হয়। ভিকটিম ফ্লোরে ঘুমিয়ে পড়ায় এবং রাত অনেক হওয়ায় তাকে রুমে রেখে সবাই যার-যার রুমে চলে যায় এবং গ্রেফতারকৃত নারায়ন চন্দ্র রায় উক্ত ঘরের খাটের উপর ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ঐ রাতেই সাড়ে ৩টা থেকে ভোর ৬টার মধ্যবর্তী সময়ে নারায়ন চন্দ্র রায় সুযোগ বুঝে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিমের ঘুম ভেঙ্গে যাওয়ায় ব্যর্থ হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করলে গতকাল আগস্ট ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) মূলে একটি মামলা রুজু করা হয়।
Comments
Post a Comment