খবর বিজ্ঞপ্তি
গতবছরের ২৪ ডিসেম্বর রাতে নগরীর মুহসিন মোড়ের সাতক্ষীরা রোড সংলগ্ন গার্লস স্কুলের গেটের পূর্ব পাশে মোঃ জাহিদুল ইসলামের ব্যাটারী ঘর নামের দোকানের সাটারের তালা ভেঙ্গে ১০ সেট ভ্যান/রিক্সার নতুন ব্যাটারী, ৩৫ পিস ভ্যান/রিক্সার পুরাতন ব্যাটারী, দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৩ লক্ষ ৮৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী জাহিদুল ইসলামের এজহারের ভিত্তিতে দৌলতপুর থানার মামলা নং-১৬, তারিখ-২৪/১২/২৪ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ আগস্ট দিনগত রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নওয়াপাড়া কচাতলা এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত আসামি ইমদাদুল আকন (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমদাদুল ওই এলাকার মোঃ ইউনুস আকনের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগী অন্য আসামিদের নাম প্রকাশ করে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি ইমদাদুল আকন (৩৫) বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধারের অভিযান অব্যহত আছে।
প্রাণের খুলনা / এম এন এস
Comments
Post a Comment