sayeed

ক্ষোভ প্রকাশ করে প্রভার অনুরোধ

 


পিকে ডেস্ক

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন শোবিজে। প্রায় সময়ই তার কোনো মতামত বা মন্তব্য নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে, কখনো তাকে নিয়ে কোনো গুঞ্জন ছড়ালে তা নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় না। এবার দু’টি ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এ অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রভা বলেন, একটি প্রতিষ্ঠান কোনো অনুমতি ছাড়াই আমার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। এসব ছবি প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে কোনো সার্ভিস নেইনি আমি। তাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই।

এরপরও আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডিং করছে। এটি একদমই অনৈতিক। শুধু তাই নয়, আরেক ভিডিও বার্তায় তিনি জানান, আমাকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। দু’- একটি অনলাইন সংবাদ মাধ্যমে খবর এসেছে, প্রভা নাকি বিদেশে স্থায়ী হয়েছেন। সেখানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি।

প্রভা বলেন, কারও নামে না জেনে কোনো তথ্য প্রকাশ করাটা ঠিক নয়। এটা অন্যায়। আমি শুধুমাত্র আমার আগ্রহ থেকে মেকআপের ওপর একটি কোর্স করেছিলাম। এটাকে আমি প্রফেশন হিসেবে নেইনি। আর আমি ঢাকাতেই রয়েছি, বিদেশে নয়। বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন প্লিজ! এটা অনুরোধ।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ