পিকে রিপোর্ট
সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে নতুন রাস্তা পর্যন্ত ৫ দশমিক ৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি একদশকেরও বেশি ভুগিয়েছে নগরবাসিকে। মানববন্ধনসহ নানা কর্মসূচির জনদাবিতে কেসিসি কর্তৃপক্ষ ২০২১ সালে সংস্কারের কাজ শুরু করে। কয়েক দফায় সময় বাড়িয়ে ২০২৩ সালের মে মাসে রাস্তাটির মেরামতের কাজ করতে কেসিসি কর্তৃপক্ষ খরচ করে প্রায় ২১ কোটি ৬৪ লাখ টাকা।
মেরামতকৃত এই মহাসড়কটিকে জলাবদ্ধতায় ভাঙ্গার হাত থেকে রক্ষা পেতে পানি অপসারণে ৩৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির দু'পাশে ড্রেন নির্মাণের উদ্যোগ নেয় কেসিসি কর্তৃপক্ষ। আর এটাই দাড়ায় কাল হয়ে। ড্রেনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় পানি অপসারণের বদলে অপঘাত হয়ে টানা অর্ধ মাস জলাবদ্ধতায় আবদ্ধ রেখে রাস্তাটির বুকে পূর্বের ন্যায় খানা-খন্দ ও ছোট-বড় গর্ত সৃষ্টি করে আগের থেকেও আরো বাড়ায় জনগণের ভোগান্তি।
প্রাণের খুলনা / এম এন এস
Comments
Post a Comment