sayeed

গোপালগঞ্জে বিএন‌পি নেতার বাসা থেকে কার্তুজসহ পাইপ গান উদ্ধার

 


পিকে ডেস্ক

গোপালগঞ্জে জেলা বিএন‌পির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবরের বাসায় অভিযান চালিয়ে প‌রিত্যক্ত অবস্থায় কার্তুজসহ একটি পাইপ গান উদ্ধার ক‌রে‌ছে যৌথবা‌হিনী।

আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে জেলা শহরের বকুলতলা সড়কের বাসা থেকে ওই কার্তুজসহ একটি পাইপ গানটি উদ্ধার ক‌রা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএন‌পির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবরের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তার বাসা থেকে প‌রিত্যক্ত অবস্থায় কার্তুজসহ একটি পাইপ গান উদ্ধার ক‌রে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত কার্তুজসহ পাইপ গানটি থানায় নিয়ে আসা হয়েছে। অভিযানকালে জেলা বিএন‌পির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবর বাসায় ছিলেন না।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ