![]() |
পিকে রিপোর্ট |
খুলনা সাচিবুনিয়া মোড় থেকে ৫ পিচ স্বর্ণের বারসহ রেজি(৪২) নামে এক মহিলা চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। লবনণচরা থানা পুলিশ গত শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। তিনি সাতক্ষীরা সদরের মধু মোল্লা ডাঙ্গী গ্রামের হাইবুল্লাহর স্ত্রী ।
পুলিশ জানায়, লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম গত শনিবার (২৩ আগস্ট) বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় একালায় চেকপোস্ট পরিচালনা করে। ঐদিন সন্ধ্যায় চেকপোস্ট থেকে আসামির কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৬২৩.৩৮ (ছয়শত তেইশ দশমিক তিন আট) গ্রাম, বাজার মূল্য অনুমান ৮৩ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণের বারের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাণের খুলনা / এম এন এস
Comments
Post a Comment