sayeed

নগরীতে অস্ত্র ঠেকিয়ে ইঞ্জিনচালিত রিক্সা চালককে ছিনতাই



পিকে রিপোর্ট

খুলনায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ইঞ্জিনচালিত এক রিক্সাচালক। ময়লাপোতায় গতকাল রোববার (৩১ আগস্ট) দিনগত রাত ১১টায় ইয়াসিন নামের চালককে তিন যুবক অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা ৬শ’ টাকা এবং তার ব্যবহৃত মোবাইলটিও নিয়ে যায় ছিনতাইকারীরা।

ভুক্তভোগী ইঞ্জিনচালিত রিক্সার চালক ইয়াসিন এই প্রতিবেদককে জানান, রাত ১১টায় আমি যাত্রী নিয়ে ফরাজীপাড়ায় নামিয়ে দিয়ে লিংক রোড দিয়ে ময়লাপোতা মোড়ের ঠিক আগে গোসপট্টির কাছে দাড়িয়ে থাকা তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজন আমাকে হাত উচু করে দাড়ানোর জন্য বললে আমি তাদের কাছে যেয়ে দাড়াই। এরপর যখন জিজ্ঞাস করলাম কোথায় যাবেন? এরই মধ্যে হঠাৎ করে কিছু বুঝে উঠার আগেই তিনজনের ১ জন কোমর থেকে বিদেশী (চকচক করা দেখে মনে হয়েছে) পিস্তল বের করে আমার সামনেই লোড করে। এই দৃশ্য দেখে আমি এতটাই হতবাক হয়ে যাই যে ক্ষণিকের জন্য আমি বাকরুদ্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এরপর তিনি ঐ অস্ত্রটি সরাসরি আমার বুকে ঠেকিয়ে বলে কত আছে কাছে, সব বের কর। আমি বাকরুদ্ধ হওয়ায় কথা বলতে না পারায় সময় নষ্ট না করে অন্য দু’জন আমার শরীরে হাত দিয়ে খুজতে থাকে কোথায় কি আছে। তারা আমার পকেটে থাকা ৬শ’ টাকা এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। এরপর আমাকে সোজা চলে যাওয়ার কথা বলে তারাও ফরাজীপাড়ার ভিতরের দিকে হাটতে-হাটতে চলে যায়। আমি কিছুক্ষণ পর সম্বতি ফিরে পেয়ে ভয়ে তাড়াতাড়ি রিক্সা নিয়ে সাতরাস্তার মোড়ে চলে আসি।

এ ব্যাপারে তিনি কোনো আইনী ব্যবস্থা নেন নি এবং নিবেনও না বলে জানান তিনি। ক্ষোভের সুরে অভিযোগ জানান যে, কি হবে আর পুলিশকে জানিয়ে? সামান্য হলেও আমার টাকা তো আর পুলিশ ফেরত এনে দিতে পারবে না। তাছাড়া পুলিশের অজান্তে কোনো খারাপ কিছু কি ঘটে কখনো? তাই ওদের কাছে গেলে উল্টো আরো ঝামেলা বাড়বে। 

ছিনতাইয়ের শিকার রিক্সাচালক নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড়ের বাসিন্দা। আর তার রিক্সার মালিক একই এলাকার জাহিদের।

প্রাণের খুলনা / এম এন এস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ