পিকে রিপোর্ট
অবশেষে রাত পোহালেই হতে যাচ্ছে বহুল কাঙ্খিত 'খুলনায় গণ-অভ্যুত্থান' বইয়ের মোড়ক উন্মোচন। খুলনার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে রচিত ‘খুলনায় গণঅভ্যুত্থান (১৮৬১-২০২৪)’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বইটি লিখেছেন খুলনার গণমাধ্যমের পথিকৃত সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক কাজী মোতাহার রহমান বাবু। আেরক সিনিয়র সাংবাদিক দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক কাজী তারিকের কালান্তর প্রকাশনী থেকে বইটির প্রকাশনা সম্পাদন করেছেন।
আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করবেন ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে খুলনার একমাত্র শহীদ শেখ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান এবং তাঁর মমতাময়ী রত্নাগর্ভা মাতা নূরনাহার বেগম।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
Comments
Post a Comment