পিকে রিপোর্ট
নার্সদের নিরাপত্তা কোথায়?
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর নার্সিং অফিসার বিশ্বজিৎ ঢালী এর উপর চালানো হয় এই হামলা। হামলাকারী খুমেক এর আইসিইউ ডিপার্টমেন্ট -১ এর পাশের সিড়ি তে বসে প্রকাশ্যে মাদক সেবন করতে থাকে। পর মুহুর্তে নার্সিং অফিসার বিশ্বজিৎ ঢালী তাকে হাসপাতালের ভেতরে থেকে মাদক সেবন করতে না বলায় হামলাকারী তার সাথে চিৎকার করে ও তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।
পরমুহূর্তে তাকে জোরপূর্বক মানা করায় তাকে ধাক্কা দেয়। তিনি নিরুপায় হয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে চলে যায় অর্থাৎ পরিচালক এর কার্যালয়ের সামনে। তৎক্ষনাৎ ওই হামলাকারী তার পিছু নিয়ে খুমেক পরিচালকের রুমের সামনে যেয়ে নার্সিং অফিসারের উপর অতর্কিত হামলা চালায় এবং যখম করে।
আর কতদিন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে এভাবে জীবন নাশের হুমকি তে থাকতে হবে? নার্সদের নিরাপত্তা নিয়ে সরকার এর কতটুকু নজরদারি? নার্সদের মাদার সংগঠন (BNA) বিএনএ এর মহোদয় দের প্রতি এর সুষ্ঠু বিচার এর জন্য আবেদন জানাচ্ছি, পাশাপাশি NAP এর দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এর বিচারের জন্য। আজ দাদাকে মেরেছে আগামীকাল যে আমাকে বা আপনাকে মারবে না তার গ্যারান্টি কে দিবে? তখব কার কাছে সহায়তা চাইবেন?
Comments
Post a Comment