sayeed

ডুমুরিয়া থেকে ওয়ান শুটার গান উদ্ধার



ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলায় উপজেলা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। রবিবার ) দিবাগত রাত আড়াইটার দিকে খলসী গ্রামের শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মানাধীন রান্নাঘরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।


থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, নতুন নির্মানাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় পরিত্যাক্ত অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি অচল অস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শত্রুতামূলকভাবে ফাঁসানোর জন্য এমনটা কেউ করতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিডিমূলে উদ্ধাকৃত অস্ত্রটি আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ