sayeed

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত



পিকে রিপোর্ট

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে রূপসা থানাধীন বাগমারা রুহুল আমিন সড়ক সংলগ্ন জাহানাবাদ মাছ কোম্পানীর সামনে ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত ব্যবসায়ী উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আক্কেল আলী মুন্সির ছেলে। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়।


স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, রাত আড়াইটার দিকে তিনি ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তার থুতনির নিচে লাগে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নেওয়া হয়।


রূপসা থানায় সেকেন্ড অফিসার এসআই ফজলুল হক জাহিদ জানান, গোলাগুলির ঘটনা তার জানা নেই। রাত আড়াইটা পর্যন্ত তিনি থানায় ছিলেন। কাকে গুলি করা হয়েছে তা তিনি অবগত নয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ