sayeed

কালীগঞ্জে আঙ্গুর চাষে সফলতা পেয়েছে আলামিন



কালিগঞ্জ প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে যদি আঙ্গুর ফলের চাষ হয় তাহলে, সীমান্ত জেলা ঝিনাইদহ কালীগঞ্জের মাটিতে কেন হবে না, এই যুক্তি মাথায় নিয়ে উপজেলার ঘোপ গ্রামের ইসলাম আলী ছেলে শিক্ষিত যুবক আলামিন ১০ কাঠা জমিতে পরীক্ষামূলক আঙ্গুর ফলের চাষ করেন। এই সময় অনেকেই ঠাট্টা তামাশা করেন কিন্তু সে কোন কথায় কান না দিয়ে, আঙ্গুর গাছের পরিচর্যা শুরু করেন। 

নিয়মিত পরিচর্যায় বর্তমান তার গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণ ফল এসেছে। 

বিভিন্ন অঞ্চলের মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছে এবং তার এই সফলতায় অনেকেই আঙ্গুর ফল চাষ করার প্রস্তুতি নিচ্ছে।

আলামিন জানায়, বাংলাদেশের মাটি সোনার চেয়েও দামি এই মাটিতে বিদেশি প্রায় সব ধরনের ফল চাষ করা সম্ভব। বিশেষ করে ভারতের মাটিতে যেসব ফলের চাষ হয় ওইসব ফল বাংলাদেশের মাটিতেই কেন হবেনা এই প্রশ্ন তার। কৃষি বিভাগের ব্যর্থতার কারণে বিদেশি ফল বাংলাদেশে চাষ হচ্ছে না। কৃষি বিভাগ চাষীদের উদ্বুদ্ধ করতে পারছেনা। যার কারনে প্রতিবছর কোটি কোটি ডলার খরচ করে ফল আমদানি করতে হচ্ছে। 

আলামিন জানান, সে উদ্যোগ নিয়েছে এই আঙ্গুর ফলের চাষ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চাষীদের প্রশিক্ষণ দিয়ে,তাদের মাঝে নামমাত্র মূল্যেই আঙ্গুরের চারা বিতরণ করবেন। এইসব বিদেশি ফল বাংলাদেশে চাষ হলে প্রতিবছর হাজার-হাজার কোটি টাকার রাজস্ব বেঁচে যাবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ