sayeed

৪০ মিনিট পর প্রথম ভোট, মীর মোশাররফ হলে


জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঠিক সকাল ৯টায় ভোটগ্রহণের কথা থাকলেও ৪০ মিনিট পর প্রথম ভোট পড়েছে মীর মশাররফ হোসেন হলে। এতে চরম বিরক্তি প্রকাশ করেছেন ভোটাররা।


বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ব্যালট পেপার আসলেও প্রস্তুতিতে বিলম্ব করেন সংশ্লিষ্টরা। দুটি ব্যালট পেপার পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। পরে ব্যালট পেপার পেলে ৯টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। এই হলে ৪৬৪ জন ভোটার রয়েছেন, ভোটগ্রহণে রয়েছে ১০টি বুথ।


দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট প্রদান করেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের ভিপি প্রার্থী জুবায়ের আল শাবাব। এ সময় বিরক্তি প্রকাশ করেন।


হল প্রাধ্যক্ষ মো. মাহমুদুর রহমান আমার দেশকে বলেন, 'ব্যালট পেপার দেরিতে আসায় ও দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। আস্তে আস্তে চালু হয়ে যাবে।'


পরে এই কেন্দ্রে ভোট দেন ছাত্রদল ভিপি প্রার্থী শেখ মো. সাদি হাসান। ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গতকাল রাত থেকে যা হয়েছে ক্যাম্পাসে, তা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।


একই কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিবেরও ভোট দেয়ার কথা রয়েছে।


প্রাণের খুলনা / এম এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ