sayeed

মসজিদের বারান্দা থেকে গুলি-পিস্তল-ম্যাগজিন উদ্ধার


পিকে রিপোর্ট

খুলনার ফুলতলা উপজেলার একটি মসজিদের বারান্দা থেকে পরিত্যাক্ত অবস্থায় গুলি-পিস্তল-ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার দামোদর কারিকর পাড়ার বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে এগুলি উদ্ধার করে পুলিশ।


ফুলতলা পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফুলতলা থানার দামোদর (কারিকর পাড়া) বাইতুর রহমত জামে মসজিদের সভাপতির মাধ্যমে সংবাদ পেয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেনের নেতৃত্বে উক্ত মসজিদের বারান্দার ডান পাশে লাশের খালি কফিন বক্সের উপর নামাজ পড়ার পুরাতন ম্যাট/চটের ভিতর মসজিদ পরিষ্কারের জন্য ব্যবহৃত সাদা পুরাতন কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায়  ১ টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।


প্রাণের খুলনা / এম এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ