পিকে ডেস্ক
বাগেরহাটের চরমপন্থী সদস্য, অস্ত্র আইনে ৩০ বছরের সাজাপ্রাপ্ত হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে র্যাব-৩। বুধবার দিনগত মধ্যরাতে এমন তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া। তিনি জানান, খুলনা জেলার দাকোপ থানার দায়েরকৃত অস্ত্র আইনের মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত সর্বহারা সদস্য হুমায়ুন কবির শেখ (৪৫) কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
চরমপন্থী সদস্য হুমায়ুন কবির শেখের বিরুদ্ধে খুলনা জেলার দাকোপ থানায় ২০০৪ সালে দায়েরকৃত অস্ত্র আইনের মামলার ১ নং এজাহারনামীয় আসামি। বিদেশি বন্দুক ও বন্দুকের তাজা গুলি বহন ও অবৈধ ব্যবহারের অপরাধে দোষী সাব্যস্ত করে বিশেষ দায়রা জজ, খুলনা ১৭/০৩/২০০৮ তারিখে উক্ত সর্বহারা সদস্যকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯-(চ) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরো জানান, রামপাল থানার সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির শেখকে গ্রেফতারের লক্ষ্যে থানা হয়ে অধিযাচনপত্র র্যাব-০৩ ঢাকা বরাবর প্রেরণ করলে উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ১০ সেপ্টেম্বর আনুমানিক ২২ ঘটিকায় র্যাব-৩, সিপিএসসি এবং র্যাব-৪, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকা হতে আসামি হুমায়ুন কবির শেখকে গ্রেফতার করে।
প্রাণের খুলনা / এম এন আলী শিপলু
Comments
Post a Comment