sayeed

সাবেক মেয়র খালেকের বিরুদ্ধে ৬০০ কোটি টাকার টেন্ডার বন্টন দূর্নীতির অভিযোগ



পিকে ডেস্ক

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে কেসিসির উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে ৬০০ কোটি টাকার টেন্ডার বণ্টনে দুর্নীতির অভিযোগ উঠেছে। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ পেয়েছে, মেয়রের মেয়াদকালে একচেটিয়াভাবে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে কাজ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব কাজের মানও ছিল অত্যন্ত নিম্নমানের।

দুদকের তদন্তে উঠে এসেছে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মেয়র খালেক নামে-বেনামে প্রায় ৮০ ভাগ ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন। এমনকি অন্যের লাইসেন্স ব্যবহার করেও তিনি নিজেই প্রকল্পের কাজ করতেন। এসব কাজ থেকে মোটা অঙ্কের কমিশন আদায় ও ব্যাপক অনিয়মের মাধ্যমে তিনি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপুল পরিমাণ অর্থ লোপাট করেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

দুদক ইতোমধ্যে চিহ্নিত ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই শুরু করেছে তার মধ্যে রয়েছে :

হোসেইন ট্রেডার্স (মালিক সেলিম হুজুর) : প্রায় ৫২ কোটি টাকা

তাজুল ট্রেডার্স (মালিক যুবলীগ নেতা তাজুল ইসলাম) : প্রায় ৪০ কোটি টাকা

মেসার্স আজাদ ইঞ্জিনিয়ার্স (মালিক আওয়ামী লীগ নেতা আজাদ) : প্রায় ৪৫ কোটি টাকা

রোজা এন্টারপ্রাইজ : প্রায় ৩৬ কোটি টাকা


দুদক সূত্রে আরও জানা গেছে, সাবেক মেয়রের ঘনিষ্ঠ  পরিকল্পনা বিভাগের সুবিধাভোগী  প্রভাবশালী এক কর্মকর্তা এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেনদরবার ও কার্যাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। প্রায় সব ধরনের আলোচনা, দরপত্র প্রক্রিয়া এবং কমিশন নির্ধারণ এই কর্মকর্তার মাধ্যমে সম্পন্ন হতো। 

দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজ পাওয়ার পদ্ধতি, অর্থের লেনদেন, প্রকল্প বাস্তবায়নের মান ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে দ্রুতই চার্জশিট প্রস্তুতের কাজ শুরু হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ