পিকে রিপোর্ট
খুলনা মেট্টোপলিটন পুলিশের ৮ থানার ওসিকে একযোগে রদ-বদল করা হয়েছে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এই রদ-বদল করে কেএমপি।
কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মেট্টোপলিটন পুলিশের হেডকোয়ার্টার থেকে গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে কমিশনার এক আদেশ জারী করে খুলনা মহানগরের ৮টি থানার ওসিকে রদ-বদল করেন। খুলনা সদর থানার ওসিকে লবণচরা থানায়, লবণচরা থানার ওসিকে হরিণটানা থানায়, হরিণটানা থানার ওসিকে আড়ংঘাটা থানায়, আড়ংঘাটা থানার ওসিকে খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসিকে সোনাডাঙ্গা থানায়, সোনাডাঙ্গা থানার ওসিকে খুলনা সদর থানায়, দৌলতপুর থানার ওসিকে খালিশপুর থানায় এবং খালিশপুর থানায় দৌলতপুর থানার ওসিকে বদলী করা হয়েছে।
Comments
Post a Comment