sayeed

নগরীতে অস্ত্র-গোলাবারুদসহ ১ জন গ্রেফতার



পিকে রিপোর্ট

নগরীতে অস্ত্র-গোলাবারুদশ ১ সন্ত্রাসীকে গেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসী নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মোঃ মনিরুল ইসলামের পুত্র তানভির ইসলাম নিলয় (২৫)।

কেমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ বৃহস্পতিবার)(১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টা দিকে নগরীর রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানভির ইসলাম নিলয় (২৫) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১ টি  ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


প্রাণের খুলনা /এম এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ