sayeed

গোপালগঞ্জের নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


পিকে ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিখোঁজ হওয়া ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জেলার কাশিয়ানী থানা পুলিশ। নিখোঁজের একদিন পরেই তার মরদেহ উদ্ধার করা হয়। 


আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়ায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


পারিবারিক সূত্র থেকে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফিরে আসেনি এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়।


কাশিয়ানী থানার ওসি মো: কামাল হোসেন বলেন, সকালে স্থানীয়রা ওই যুবকের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


প্রাণের খুলনা / এম নেওয়াজ আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ