পিকে রিপোর্ট
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ইয়াবা বিক্রেতারা হলো নগরীর শেরে বাংলা রোডের মোঃ দুলাল শেখের পুত্র নাঈম শেখ (২৫) এবং বাগেরহাটের শরণখোলা থানার উত্তর তাফালবাড়ী গ্রামের শহিদুল ইসলাম হাওলাদারের পুত্র রাজু হাওলাদার (২৫)। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
Comments
Post a Comment