পিকে রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুশফিক উস সালেহীন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এনসিপি থেকে আখতার হোসেনের পাশাপাশি তাসনিম জারাও যোগ দিবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে রোববার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০-তম অধিবেশনে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
অতীতে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সরকার প্রধানের প্রতিনিধি দলে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা ছিলেন। এই প্রথম ক্ষমতায় নেই- এমন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বড় প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন।
গত বছর ড. ইউনূস আটজনের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যান। এবার তিনি রাজনৈতিক নেতাদের নিয়ে যাচ্ছেন।
Comments
Post a Comment