sayeed

যশোরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও সাতজন আহত



যশোর অফিস

যশোরে পৃথক-পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলার কেশবপুর ও বেনাপোলে এই দুর্ঘটনা ঘটে। 


কেশবপুর উপজেলার চুকনগর-যশোর মহাসড়কের বাদুড়িয়া মোড়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ৬ জন। 


আহতদের মধ্যে কেশবপুরের শাহজাহান কবির (৩৫)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


আহতরা হলেন- নিহতের স্ত্রী সুমি খাতুন (২৩), ছেলে রেহান হাসান (৩), জিহাদ হোসেন (১৭), আরিফ হোসেন (১৭), তাওহিদ হোসেন (২১) ও জহিদ মোল্লা (১৮)। বর্তমানে তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে, একই রাত ৯টার দিকে বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক চয়ন হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় আরোহী শাহিন (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন। আহত শাহিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


নিহত চয়ন বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের মুকুল হোসেনের ছেলে এবং আহত শাহিন একই থানার কাগজপুকুর গ্রামের শাহজালালের ছেলে।


দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।তবে যথারীতি ট্রাকচালক পালিয়ে গেছে।


প্রাণের খুলনা / মোরশেদ এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ