sayeed

খুলনায় এবার সাংবাদিক নিহত এবং পশু চিকিৎসক আহত

 

প্রাণের খুলনা রিপোর্ট

 
খুলনা নগরীতে ফের নিহতের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তরা গুলি করে নিহত করেছেন এনামুল হক মিলন নামে এক সাংবাদিককে। অপরদিকে দেবাশিষ নামে এক পশু চিকিৎসক তাদের গুলিতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আড়ংঘাটা থানার শলুমারী এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে। 

সাংবাদিক মিলনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরী বিভাগে রয়েছে এবং আহত পশু চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। নারী-পুরুষ নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ সাংবাদিকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেছেন নিহত সাংবাদিক মিলনকে এক নজর দেখার জন্য।

এলাকার প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে সন্ধ্যার পর সাংবাদিক এনামুল হক মিলন ও পশু চিকিৎসক দেবাশিষসহ কয়েকজন মিলে চায়ের দোকানে বসে আলাপ-আলোচনা করছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুইজন ব্যক্তি এসেই সাংবাদিক মিলনের মাথায় লক্ষ্য করে গুলি ছুড়ে। অপরদিকে তার পাশে থাকা পশু চিকিৎসক দেবাশিষকে লক্ষ্য করে গুলি করলে গুলি তারও মাথায় লাগে। আকষ্মিক এ ঘটনায় স্থানীয়রা হতবাক হয়ে আতংকে ছুটাছুটি করতে থাকলে দুর্বৃত্তরা নির্বিঘ্নে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী তাদের দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিককে মৃত ঘোষণা করেন এবং আহত পশু চিকিৎসক দেবাশিষকে চিকিৎসার জন্য হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করেন। 

সাংবাদিক মিলনের নিহতের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পরলে এলাকার নারী-পুরুষ নির্বিশেষে শোকাহত মানুষের ঢল নামে মৃত মিলনকে এক নজর দেখার জন্য। এ সময় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। কান্নারত এক মহিলা জানান, সাংবাদিক সাহেব খুবই ভালো মানুষ ছিলেন। মানুষের বিপদে তিনি সবসময় ছিলেন নিবেদিত প্রাণ। এমন ভালো মানুষকে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন তা কেউ ভাবেন নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের দুই জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছে। আরএকজন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, “শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

আমরা যতোটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”

প্রাণের খুলনা / এম এন এস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ