sayeed

ইট ভাটার নারী শ্রমিককে ধর্ষণ, আকরাম ও রাব্বি নামে ২ লম্পট আটক


যশাের প্রতিনিধি

যশোরের একটি ইট ভাটার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে জেলার সদর উপজেলার বাগেরহাট গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে।


আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন।


মামলায় বলা হয়, প্রায় ৪-৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্থানীয় ওই ইটভাটায় কাজ করছেন। সেখানে একটি কুড়ে ঘরে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাকে কাজ করে। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ