পিকে রিপোর্ট
সাতরাস্তার মোড় থেকে গত মঙ্গলবার ইয়াবাসহ ২ জনকে আটক করে সদর থানা পুলিশের কে কে তা আপনারা জেনে থাকবেন। ঐ সময়েই যাদের কাছে ইয়াবা পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে পুলিশ জানতে চাইলে তাদের ১ জনের মুখেই বলা যে ১০০ পিস আছে। যা ঐখানে ঐ সময়ে উপস্থিত শত-শত মানুষ শুনেছে। কিন্তু পরের দিন কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৫০ পিস দেখে সত্যি অবাক হয়েছি। অবাক হওয়ার কারনটা হলো ঘটনার সময় আমার কাছেই ১পুলিশ সদস্য ২বার বলেছে ৫০ পিসের বেশি হবে।
প্রেস বিজ্ঞপ্তি পেয়ে পত্রিকায় প্রকাশ করার পর সেই সংবাদ পরে অন্তত ৫ জন আমাকে ব্জিজ্ঞেস করেছে ১০০ পিস ৫০ পিস হয়ে গেল ১রাতেই? আর বাকি ৫০ পিস কি করেছে পুলিশ জানতে চাইলে কোনো উত্তর দিতে না পেরে নিজের কাছে খুব ছোট লাগলো। আমি সাংবাদিক হয়ে সত্যিটা জানার পরও মিথ্যা তথ্য ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করছি। আমার কি এই প্রফেশনে থাকা উচিৎ? আর এসব পুলিশরা দেশের ও মানুষের ১২ টা বাজাচ্ছে।
এছাড়া এই মাদক হয়তো কোনো ভালো-নিরীহ কোনো ব্যক্তির ক্ষতির কারণ।
Comments
Post a Comment